Last Updated: Saturday, December 21, 2013, 22:40
দেবযানী খোবরাগাড়ে ইস্যুতে সুর নরম করল নয়াদিল্লি। প্রথমে ক্ষমা চাওয়ার দাবি তুললেও এখন ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় গুরুত্ব দিতে চায় ভারত। এদিকে, বিতর্ক উস্কে দেবযানীর পরিবারের অভিযোগ, পরিচারিকা সঙ্গীতা রিচার্ড সম্ভবত সিআইএ এজেন্ট। দেবযানী খোবরাগাড়েকে ভারতের স্থায়ী মিশনে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করল রাষ্ট্রসংঘ। ভারতীয় কূটনীতিককে হেনস্থার অভিযোগ। প্রতিবাদের ঝড় দেশজুড়ে। কড়া অবস্থান নেয় কেন্দ্রও। ওয়াশিংটনের সঙ্গে কার্যত সংঘাতের পথেই হাঁটতে শুরু করে নয়াদিল্লি। দুঃখপ্রকাশ করেও পাল্টা চাপ দেয় মার্কিন প্রশাসনও। সম্ভবত তার জেরেই শনিবার কিছুটা নরম সুর শোনা গেল কেন্দ্রের গলায়।